মোঃ মাহ্ফুজুল হক খান(জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
এরই ধারাবাহিকতায় RAB-১৪ সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল দুপুর আনুমানিক ৪ ঘটিকায় অধিনায়ক RAB-১৪ ময়মনসিংহ মহোদয়ের দিক নির্দেশনায়, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ ফাহিম ফয়সাল এর নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দূর্জয়মোড়, সিলেট বাসস্ট্যান্ডে, ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ নাঈম হোসেন(১৯), পিতা-মন্টু মিয়া, সাং-বাহাদুরপুর, থানা-চাটমহর, জেলা-পাবনা কে আটক করে। এ সময় ধৃত আসামীর হেফাজত হতে ১৫ (পনের) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধা পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ঢাকাসহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে মাদক কারবারী চক্রের সদস্য।উক্ত আসামী মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের র্পূবক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন।