মোঃআজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃমুজিববর্ষে গৃহহীন-ভূমিহীনদের উপহারের ঘরে বৃক্ষ রোপন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব’ সাতক্ষীরা সদস্যরা। মঙ্গলবার ১৮ই জুলাই বিকাল ৫ টায় সাতক্ষীরা সদর উপজেলার ঝুটিতলা-শাল্যে রোডে অবস্থিত মুজিব বর্ষের ঘরে প্রায় অর্ধশত আম, আমড়া, কাঠাল, কুল ও পেয়ারা গাছের চারা রোপন ও বিতরণ করা হয়। বৃক্ষ রোপন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক পত্রদূত এর ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার উপদেষ্টা শেখ সিদ্দিকুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি এডঃ মুনির উদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন লস্কর, সাতক্ষীরা ‘ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি সালাউদ্দীন রানা, হুমায়ুন কবির রায়হান ও নাজমিন নাহার প্রমুখ।উল্লেখ্য, ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে সারাদেশের মত সাতক্ষীরায় গত ২৭শে জুন থেকে মাসাধিকালব্যাপি শুরু হয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচি। আগামী ৩১শে জুলাই পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।