সবুজ শিকদার,জেলা প্রতিনিধি বাগেরহাটঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনামুল খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার সিআরসি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল খান মোরেলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সালাম খানের ছেলে।
মোড়লগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়।পুলিশ ঘটনাস্থল থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
এ ঘটনায় আহতরা হলেন—মোরেগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ দেবাশিষ হালদার (২৫), পঞ্চকরন গ্রামের রাকিবুল হাওলাদার (৩২), রমজান (৩০) ও অজ্ঞাত পরিচয়ের আরও দুইজনকে গুরুতর আহত অবস্থায় খুলনায় স্থানান্তর করা হয়েছে।
এসআই মিঠুন খান বলেন, দুই মোটরসাইকেলে ছয়জন নিয়ে দ্রুতগতিতে চালালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত এনামুলের মরদেহ থানায় নেওয়া হয়েছে।