দিপু মন্ডল জেলা, প্রতিনিধি যশোরঃ
সোনাবার (২৫ সেপ্টেম্বর ২৩ খ্রিঃ) জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায়
গ্রেফতার অভিযানঃজেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের সফল অভিযানে দেশীয় অস্ত্র-শস্ত্র ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ছিনতাইকারী গ্রেফতার-০৪ডিবি যশোরের এসআই শাহীনুর রহমান, এএসআই আমিরুল ইসলাম, এএসআই কামরুল ইসলামগনের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ০০:৪০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর সাকিনস্থ মসজিদের কবরস্থান রোডের পূর্বপার্শ্বে আসামী অনিক হাসান অনির শয়ন কক্ষ হতে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী (১) আকাশ (২৪), পিতা- তোতা মিয়া @ মেজো, (২) অনিক @ অনি (২৩), পিতা- আলতাফ হোসেন @ আলতু, (৩) রিয়াজ (১৯), পিতা- আকরাম মোল্লা, (৪) জাহিদুল ইসলাম(১৯),পিতা-সোলেমান, সর্বসাং- শংকরপুর, থানা- কোতয়ালী, জেলা- যশোরদের দেশীয় অস্ত্র-শস্ত্র ০১টা তলোয়ার,০১টা হাসুয়া, ০২টা চাইনিজ কুড়াল, ০২টা ছুরি, ০৩টা বার্মিজ চাকু ও ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৮,০০০/= টাকা।
উল্লেখ্য যে, ০১নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ২টা হত্যা, ২টা অস্ত্র, ৩টা মাদক মামলাসহ মোট ৭টা মামলা এবং ০২নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ২টা হত্যা, ২টা অস্ত্র, ২টা মাদক মামলাসহ মোট ৬টা মামলা রয়েছে।
উদ্ধার সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক দুটি মামলা রুজু হয়েছে।