চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি প্রতিনিধিঃবিদায় লগ্নে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়ের সাথে, ১১৮নং ধনপাতা মৌজার হেডম্যান ও ধনপাতা বনবিহার কমিটির সভাপতি রুপায়ন চাকমা ও , ১১৫নং মগবান মৌজার হেডম্যান ও( ধনপাতা বনবিহার পরিচালনা কমিটির উপদেষ্টা সুজিত দেওয়ান বিদায়ের সাক্ষাত করতে আছেন,রাঙামাটি জেলা প্রশাসক মোহামদ মিজানুর রহমান স্যার এর কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করতে আছেন দুই মৌজা প্রধান,একান্ত বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সময় মোহাম্মাদ মিজানুর রহমান বলোন ২ বছর ৪ রাঙামাটি বাসীর সাথে কাজ করেছি, এখানকার পাহাড়ী / বাঙালী সকলেই ভালো, আমাকে কাজে কর্মে অনেক সহযোগিতা করেছে,এখানে এসে যা কিছু করেছি সব কিছু দেশের মানুষের জন্য করেছি তা আমার সরকারী দায়িন্ত পালন করেছি মাত্র, এবং দুই হেডম্যান আন্তরিকতার সাথে অনুরোধ করছেন স্যারকে, সুযোগ হলে আপনার প্রিয় রাঙ্গামাটিকে দেখতে আসবেন আর যেখানে থাকেন রাঙ্গামাটিবাসীকে সবসময় মনে রাখবেন। মহাকারুণিক তথাগত গৌতম বুদ্ধের সকাশে সর্বদা আপনার এবং আপনার পরিবারের জন্য শুভাশীর্বাদ প্রার্থনা অটুট থাকবে।বিদায় ক্ষণে সৌজন্য সাক্ষাৎ কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সৌজন্য সাক্ষাতে ধনপাতা বনবিহার পরিচালনা কমিটি ও দুই মৌজা প্রধান হেডম্যান।
রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে বিদায়ে সৌজন্য সাক্ষাৎ করেন, ধনপাতা বনবিহার কমিটি।
Related Posts
অথই নূরুল আমিনের নতুন বইয়ের নাম “আমার যুদ্ধ কলমে “
মোঃসৌরভ শেখ, বিশেষ প্রতিনিধিঃ প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটি নতুন বই অমর একুশে বইমেলা ২০২৫ প্রকাশের পথে। বইয়ের নাম ” আমার যুদ্ধ কলমে ” কলামের শিরোনামঃ…
পীরগাছায় ছাগল কিনতে গিয়ে নিখোঁজ আনারুল ইসলাম সন্ধান চান স্বজনরা
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় ছাগল কিনতে গিয়ে নিখোঁজ হয়েছেন আনারুল ইসলাম নামে এক ব্যক্তি। মঙ্গলবার সকাল ১১ টায় স্থানীয় দেউতি হাটে ছাগল কিনতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। রাত…