চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি প্রতিনিধিঃরাঙামাটি নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবি প্রবি)দিবস,দিসবটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ১ হতে এক আনন্দ শোভা যাত্রা বের করা হয়, শোভা যাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন প্রদক্ষিণ করে দীপংকর তালুকদার একাডেমিক ভবন প্রদক্ষিণ করে শেষ হয়,দিবসটি উপলক্ষে প্রফেসর ড, প্রশাসনিক কা কান্ধন চাকমা বলিন উড়িয়ে বিশ্ববিদ্যালয় শুভ উদ্বোধন ঘোষণা করলেন,এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর জনাব জয়েল সিকদার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন, পরে দীপংকর তালুকদার এম পি ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, একাডেমি ভবনের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে কেক কাটা হয়,পরে অনুষ্টানের ভাইস চ্যান্সলের বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন,নানাস সমস্যা প্রকিকুলতা অকিক্রম করে আজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এতদুর এসেছে, স্বপ্ন দেখি একদিন সকল প্রতিকুলতা সীমা বদ্ধতা দুর হবে,তাই শিক্ষক শিক্ষার্থী মিলেমিশে কাজ করবো এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে দিবসটি সমাপ্তি হয়েছে।