মো: সৌরভ শেখ,বিশেষ প্রতিনিধিঃ
দেশরত্ন প্রধান মন্ত্রী শেখ হাসিনার মানব সম্পদ বিষয়ক উপদেষ্টা অথই নূরুল আমিন, বর্তমান রাজনৈতিক পেক্ষাপট নিয়ে বলেন,
বিশেষ করে বাংলাদেশের রাজনীতি হোক সকলের কল্যাণে। সকল শ্রেণি পেশার মানুষেরা এক যুগে সকল সুযোগ সুবিধার আওতায় থাকলেই,দেশ সহজে এগিয়ে যাবে।
আমরা যেন ক্রমশ হিংসাত্মক রাজনীতিতে মেতে উঠছি। বড়কে আরো বড় হবার সুযোগ করে দিচ্ছি। এই সুযোগে মধ্যবিত্ত ও আধা মধ্যবিত্ত পরিবার গুলো কোনো ভাবেই তাদের জীবন মান উন্নত করতে পারছেনা।
বরোং তাদের যেন আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। ঋণী হয়ে যাচ্ছে অনেকেই। সরকারের উচিৎ যে কোনো মূল্যে সর্বজনীন কৃষিও খামার পর্যায়ে নজর দেয়া। তাহলে দেশেই অনেক খাদ্য উৎপাদন করা সম্ভব।
এছাড়া মানব সম্পদ উন্নয়নে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এবং শিক্ষা খাতে আমুল পরিবর্তন আনতে হবে।
বতর্মান যে শিক্ষা ব্যবস্থা চালু আছে। এই শিক্ষা জাতির কোনো কল্যাণে আসছে না। এই বিষয়ের উপরে জরুরি নজর দেয়া উচিৎ।
সারাদেশের বাজার গুলোকে নিয়ন্ত্রণ করতে আরো কঠোর হতে হবে।
দেশের সাধারণ মানুষেরা যেন স্বস্তিতে থাকতে পারে।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশেষজ্ঞ।