পীরগাছা( রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাল ১৯৯৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল শিক্ষার্থীদের আয়োজনে ইফতার ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮ এপ্রিল) বিদ্যালয় চত্ত্বরে ইফতার মাহফিলের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয় প্রধান শিক্ষক, আব্দুল হাকিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, আফছার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্য্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মাও. ফজলুর রহমান, বৈদ্যনাথ বর্মন, সুলতান আহমেদ, কামরুল হাসান, আখতার জাহান কলি, আব্দুল আলিম, হারুন অর রশিদ, লুৎফর রহমান, ওয়ার্ড আ.লীগের সভাপতি মাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসরাত জাহান সুইটি প্রমূখ।
এছাড়াও ইফতার মাহফিল বাস্তবায়ন করেন প্রাক্তন শিক্ষার্থী পপুলার হোসেন, আকতারুল ইসলাম, আরিফ মিয়া, সোহাগ মিয়া, রাকিবুল হাসান সহ আরও অনেকে।

বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি আফছার আলী বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে যারা অবদান রেখেছিলেন তাদের স্মরণ করে বক্তব্য প্রদান করেন। এসময় তিনি সাবেক ইউএনও কোরবান আলী, পীরগাছা কলেজের সাবেক অধ্যক্ষ আইয়ুব হোসেন, জেএন স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহবুবার রহমান, জমিদাতা আব্দুল মালেক ও মোজাম্মেল হক মোজামকে স্মৃতিচারণ করেন। পরে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন রাজবাড়ী (পাকারমাথা) জামে মসজিদের খতিব হাফেজ ইদ্রিস আলী