উচ্চপ্রু মারমা,রাজস্হলী রাঙ্গামাটি প্রতিনিধিঃবান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ইসলামপুর এলাকায় গত কয়েক দিন প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন ইসলামপুর ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ৮ ই আগস্ট মঙ্গলবার বেলা ১১ ঘঠিকার সময় ইসলামপুর হাকিম টিলা এলাকায় মহিলা মাদ্রাসায় আশ্রয় নেওয়া ৮ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রাজবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংনু মারমা, সাধারণ সম্পাদক বিশুচন্দ্র তংচঞ্চ্যা, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অংসুইউ মারা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেব আলী খোকা,ওয়ার্ড আওয়ামীলীগের উপদেষ্টা শহিদুল ইসলাম ( মহিদুল মেম্বার), ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বেলাল ফরাজী, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পুথোয়াইউ মারমা, সহ-সভাপতি আব্দুল গফুর, মোঃ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শাহাজাহান, সহ- সাংগঠনিক আমানুল্লাহ আমান, মোঃ ইয়াছিন, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান প্রমুখ।ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংনু মারমা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নির্দেশে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সমবেদনা জানানো। তাঁরে নির্দেশ মোতাবেক ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রবল বর্ষার ৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণের উদ্যোগ হাতে নিয়েছে । তিনি আরো বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়টি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে অবগত করবেন বলে জানান। এদিকে ইসলামপুর এলাকায় ৮ ক্ষতিগ্রস্ত পরিবারকে ভুমি হীন পরিবারের তালিকা করে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘরের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান। বর্তমান চরম ঝুঁকিতে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে বসবাস করছেন তারা।