সবুজ শিকদার,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৬ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতরা হলেন, খুলনা জেলার রূপসা উপজেলার জাবুসা গ্রামের মোস্তাইন মোল্লার পুত্র মো. সামসুর রহমান(৩৫), রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের মোজাফ্ফর ফকিরের পুত্র জিহাদ ফকির (২৬), শরাবপুর গ্রামের ইব্রাহীমের পুত্র মোল্লা ইয়ামিন (২৫), সুলতানীয়া গ্রামের মো. জালাল উদ্দিন শেখের পুত্র মোঃ হাসান শেখ (৩০), উজলকুড় গ্রামের ফজর শেখের পুত্র মোঃ মুরাদ শেখ (৩৪) ও কৈগরদাসকাটি গ্রামের কবির শেখের পুত্র বাবু শেখ (৩২)।
উক্ত আসামিগণ জিআর, সিআর, পারি, জারিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বলে পু্লিশ জানিয়েছে।
রামপাল থানা অফিসার এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে ওয়ারেন্টমূলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় আসামীদের আটক করা হয়, পরদিন আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।