অতুল সরকার,ক্রাইম রিপোর্টারঃ
৫ম বারের মত জমকালো আয়োজনে মেগা ফাইনালের মধ্য দিয়ে সফল সমাপ্তি হয়েছে রেলপথ মন্ত্রীর পিতার নামে আয়োজিত আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর আসর। পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার পাংশা সরকারি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় বাংলাদেশ রেলওয়ে ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রাজবাড়ি ক্রিকেট একাডেমি। বাংলাদেশ রেলওয়ে ক্রিকেট একাদশের পক্ষে খেলেন জাতীয় দলের এক সময়ের তারকা ক্রিকেটার ফরহাদ রেজা। তবে ফরহাদ রেজা পাংশা মাঠে মাত্র ৪ রান করে ক্যাচ আউট হয়ে হতাশ করেছে হাজারও দর্শকের হৃদয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রাজবাড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন আগামীতে এরূপ আরো টুর্নামেন্ট হলে যুব সমাজ মাদক থেকে দুরে থাকবে, পাংশার মানুষ ক্রীড়ামোদী উল্লেখ্য করে মন্ত্রী বলেন আমরা দ্রুত সময়ের মধ্যে পাংশাতে একটি স্টেডিয়াম করার চেষ্টা করব। ইতি মধ্যে ক্রীড়া সংস্থার ভবন নির্মাণ করার কাজ শুরু হয়েছে।আমার মরহুম পিতা আবুল মাহমুদ এর নামে এই টুর্নামেন্ট’র আয়োজকদের আমি ধন্যবাদ জানাই। আমার পিতা ছিলেন একজন সহজ সড়ল মানুষ। পিতার কাছে বিদায় নিয়ে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আমার মাথায় হাত দিয়ে দোয়া করে তিনি মুক্তিযুদ্ধে যেতে অনুপ্রাণিত করেছিলেন। সকলের নিকট আমি আমার পিতার জন্য দোয়া প্রার্থনা করছি মহান আল্লাহপাক যেন আমার পিতাকে জান্নাত বাসি করেন ।ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির সহধর্মিণী মিসেস সাঈদা হাকিম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ি জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ,রেলপথ মন্ত্রীর একান্ত সচিব মোঃ রফিকুল ইসলাম সহ ক্রিয়া প্রেমী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন প্রফেসর ইয়ামিন আলী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক দিপক কুমার কুন্ডু পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ শাহিদুল ইসলাম মারুফ,পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির, পাংশা উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নাজমুল হাকিম রুমি, সদস্য সচিব মোঃ মুনছুর আলী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।