আল আমিন ইসলাম,রংপুর প্রতিনিধিঃরংপুর সিটি কর্পোরেশন ৯ নং ওয়ার্ডের লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকালে কোয়ান্টাম ফাউন্ডেশন, রংপুরের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন অত্র স্কুলের অধ্যক্ষ মো: কামরুল ইসলাম, হারাগাছ সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুছ ছাত্তার, সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক ও লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট আজহারুল ইসলাম দুলাল, সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক ও লায়ন্স ক্লাব অব রংপুর ভিশনের প্রেসিডেন্ট মাহফিজুল আনাম সুজন, হারাগাছ থানার বকসা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা জনাব রেজাউল করিম রেজা, নিউ মাস্টারপাড়া জামে মসজিদের সভাপতি জনাব আবু তালেব, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জনাব মনজুদার রহমান, কোয়ান্টাম ফাউন্ডেশন রংপুরের সদস্য সোহাগ মিলন, ব্যাংকার অহিদুল ইসলাম, লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা জনাব হায়দার আলী।অধ্যক্ষ আব্দুছ ছাত্তার বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের সকলকে নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপন করতে হবে এবং এর যত্ন নিতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, আর্থিকভাবেও স্বাবলম্বী করে তোলে।” গাছ হাতে পেয়ে শিক্ষার্থীরা জানায়, আমরা সবাই গাছ লাগাবো এবং গাছের যত্ন নিব।