মোঃ সাদেকুল ইসলাম,জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিয়ালকোল ইউনিয়নে ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরনের খবর গ্রাম পুলিশের পাশাপাশি নেটিজেনদের মাঝে প্রকাশ করায় প্রশংসায় ভাসছেন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন 2নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আরিফুল ইসলাম লিটন। অতিদরিদ্র ও ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে আগ্রহী ব্যক্তিদের তথ্য চেয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দিলে নেটিজেনদের প্রতিক্রিয়ায় আলোচনায় উঠে আসে জনতার মেম্বার খ্যাত মোঃ আরিফুল ইসলাম (লিটন)। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) উল্লেখ করেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিয়ালকোল ইউপি ভিজিএফ এর ১০ কেজি করে চাল দেয়া হবে। ২নং ওর্য়াডে কেউ নিতে ইচ্ছুক থাকলে ফোন দেওয়ার জন্য অনুরোধ করেন। ফোন দিলে নিজ বাড়ীতে কার্ড পৌছে দিবেন বলেও প্রকাশ করেন।

বাজার ব্যবসীয় সমিতির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ যুব পুরুস্কার প্রাপ্ত জনাব মাহফুজুর রহমান মুঠোফোনে দৈনিক সংবাদ চিত্রকে জানান ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচন হওয়ার পর থেকেই তিনি গরিব ও অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। তিনি আরোও বলেন সরকার কর্তৃক গত বছর (পুরো ১২ মাস) যে বেতন ভাতা পেয়েছিলেন তিনি সেই টাকা ও ব্যক্তিগত টাকা যোগ করে ঈদেরে আগে ৮জন ইমামকে ঈদ সামগ্রী, ৬০জন ভ্যান চালককে একটি করে লুঙ্গি ও ১০কেজি করে চাউল এবং ১০জন প্রতিবন্ধিকে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন। জানা গেছে, শিয়ালকোল ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অতি দরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) এর চাল বিতরণ করছেন পরিষদবর্গ। বরাদ্দকৃত সুষমভাবে বন্টনের পাশাপাশি উপকার ভোগীর নাম ঠিকানা ও মোবাইল নম্বরসহ তালিকা দেখে স্লিপ সংগ্রহ করে প্রতি জনকে ১০ কেজি করে চাল দিবেন।