মোঃউজ্জল হোসেন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
‘ঘটনা যদি সত্য হয়, তথ্যটি শতভাগ সঠিক হলে বা বস্তুনিষ্ঠ হলে, সাংবাদিকরা সেই সত্য ঘটনা প্রকাশে তাদের কোন বাধা নেই, সেটা যার বিরুদ্ধেই যাক না কেন, তারা হলো নির্ভিক কলম সৈনিক, তারাই দেশ ও দশের জন্য নিবেদিত প্রাণ।’ ১০ অক্টোবর রাত ৯টায় ধামইরহাট পাবলিক লাইব্রেরীতে উপজেলা প্রেস ক্লাবের স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে নবাগত ইউএনও মো. আবু হাসান উপরোক্ত কথা গুলো বলেন। এ সময় ক্রেস্ট দিয়ে ইউএনও আবু হাসানকে বরণ করে নেন প্রেস ক্লাবের স্থানীয় সাংবাদিকবৃন্দ। উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি আবু মুছা স্বপনের সঞ্চালনায় মত বিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও যুগ্ম আহবায়ক এম এ মালেক, সাবেক সম্পাদক ও কাউন্সিলর মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, আব্দুল্লাহ হামিদী, আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, সাংবাদিক আমজাদ হোসেন, জাহিদ হাসান, পাস্কায়েল হেমরম, শামীম রেজা, সুফল চন্দ্র বর্মন,মোস্তাফিজুর রহমান বাবু, উজ্জল হোসেন, প্রকাশনা উপদেষ্টা জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, সাংবাদিক একে নোমান, সোহেল রানা প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রশাসন সহ সকল সরকারি দায়িত্ব পালনে সাংবাদিক ও সুশীল সমাজ, রাজনৈতিক, সামাজিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।