মোঃ আজগার আলী, নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ

‘গাছ লাগিয়ে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ’, ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।’ এমনই নানা প্রত্যয়োদ্দীপ্ত স্লোগানে সাতক্ষীরায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। শহীদ আবদুর রাজ্জাক পার্কে রোববার ৩রা সেপ্টেম্বর সকালে এ মেলার উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির।

পরে সকাল ১০টায় সাতক্ষীরা শহরের গভর্মেন্ট গার্লস স্কুলের সামনে হতে এক র্যা লি বের হয় এবং এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা,যশোর অঞ্চলের সহকারী বন রক্ষক অমিতা মন্ডল, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল হান্নানসহ অসংখ্য বৃক্ষপ্রেমী ।

এবারের মেলায় ৩০ টি স্টল স্থান পেয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বৃক্ষমেলা চলবে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় হতে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন পর্যায়ের মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়। র্যা লিটি শহীদ আবদুর রাজ্জাক পার্কে শেষ হয়। র্যা লিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক হুমায়ুন কবির। বৃক্ষমেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষদি গাছ নিয়ে অর্ধ-শতাধিক স্টল বসেছে।