মো: আজগার আলী, নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “যোগ্য ও আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ার লক্ষ্যে” এই স্লোগানকে সামনে রেখে গতকাল ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল মিলনায়তনে স্কুলের ম্যানেজিং কমিটির কর্মকর্তা-সদস্য, শিক্ষক ও সকল অভিভাবক বৃন্দের উপস্থিতিতে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও অত্র স্কুলের সভাপতি শেখ আজহার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র স্কুলের শিক্ষা পরিচালক শেখ শামসুজ্জামান, উপ-পরিচালক বাহাউদ্দিন ফারুকী, সহ-প্রধান শিক্ষক জনাব মো. আকতার হোসেন, স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সেকশন প্রধান শামসাদ বেগম, শিক্ষক মেহবুবুর রহমান, শিক্ষক মুক্তাদিরুল ইসলাম প্রমুখ। সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধি করা, স্কুলের বার্ষিক পরীক্ষা ও শিক্ষার্থীদের সুন্দর রেজাল্টের জন্য স্পেশাল টিচিং এর ব্যবস্থা, শিক্ষার্থীদের হোস্টেলে থাকা-খাওয়ার মান উন্নয়ন, হোস্টেলের পরিবেশ সুন্দর করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কথাগুলো শুনে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোঃ মফিজুল ইসলাম।