মো: ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে চলতি মৌসুম-২০২৪ অভ্যন্তরীন বোরো সংগ্রহে ধান-চাল ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। এই মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৯৭ মেট্রিক টন এবং চাল- সেদ্ধ ১৬১৪ মেট্রিক টন ও আতপ ১৮ মেট্রিক টন। ধান কেজি প্রতি ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ ৪৪ টাকা ধরা হয়েছে। ১৫ মে বুধবার সকালে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে, খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ধান- চাল ক্রয়ের শুভ উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দেওয়ান আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী, মিল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, ব্যাবসায়ী শাহাদত হোসেন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।