মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি:

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন করতে হবে, উচ্চ শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে ৫% আদিবাসী কোটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি। এই দাবীকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা আদিবাসী যুব পরিষদের আয়োজনে এবং উক্ত পরিষদের সভাপতি সুনীল রবিদাস বাবুর সভাপতিত্বে বুধবার বিকেলে উপজেলা শ্রী শ্রী যুগল কিশোর মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস, কোষাধ্যক্ষ সন্তোষ সিং, জেলা আদিবাসী ছাত্র পরিষদের আহ্বায়ক সুজন রাজভর প্রমুখ।
এ সময় আদিবাসীরা তাদের কিছু দাবি তুলে ধরেন প্রধান অতিথির কাছে। প্রধান অতিথি তাদের দাবী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।

মোঃ ফরহাদ হোসেন
০১৭৫৫৪২৭৭৯২