মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদে সেপ্টেম্বর মাসের ভিডব্লিউবি ২৩৯ টি কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
১২ অক্টোবর বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রাং। এসময় তিনি সুবিধাভোগীদের উদ্দেশ্যে জানান, সরকার এই চাল বিতরণ করছেন বিনামূল্যে। এই চালের গুনগত মান অনেক ভালো। তাই এই চাল বিক্রি না করে খাওয়ার পরামর্শ দেন। কোনো সুবিধাভোগী যদি এই চাল বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। সরকার যেসব সুবিধা বিনামূল্যে দেন এইসব সুবিধা নেওয়ার জন্য কাউকে কোনো টাকা দিতে হয় না। তাই কোনো চেয়ারম্যান, মেম্বার বা আশেপাশে দালালদের টাকা পয়সা না দেওয়ার পরামর্শ দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহিলা সংরক্ষিত ইউপি সদস্য মাসুদা বেগম ইলু, ইউপি সদস্য ওসমান আকন্দ, অলিউর রহমান, হিসাব সহকারী শ্যাম কানাই ভট্টাচার্য, উদ্যোক্তা এনামুল হক রতন সহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দ প্রমুখ।
মোঃ ফরহাদ হোসেন
০১৭৫৫৪২৭৭৯২
সারিয়াকান্দির কর্ণিবাড়ী ইউনিয়নে সেপ্টেম্বর মাসের ভিডব্লিউবি এর চাল বিতরণ
Related Posts
সৌখিন দৌড়বিদদের সংগঠন ‘টিম ধানমন্ডি’র ফ্রেন্ডশিপ রান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম বড় সৌখিন ও অপেশাদার দৌড়বিদদের সংগঠন টিম ধানমন্ডি ৭ ডিসেম্বর ২০২৪ “ধানমন্ডি ফ্রেন্ডশিপ টেন কে ২০২৪” শিরোনামে ফ্রেন্ডশিপ রান আয়োজন করে। রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ১০…
অভয়নগর উপজেলার গণধিকার পরিষদের যুব অধিকার পরিষদের কমিটি গঠন হয়।
বি এম শামসুর রহমান (জসিম),বিশেষ প্রতিনিধিঃ “বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার” আওতাধীন অভয়নগর উপজেলার কমিটির হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন যশোর জেলার ও অভয়নগর উপজেলার নেতা ও নেতৃবৃন্দ।যুব অধিকার…