মুহাম্মদ সাইদুল ইসলাম সানাউল্লাহ – গাজীপুর জেলা প্রতিনিধি:

গত ১০ই অগাস্ট’২৩ সংবাদ সম্মেলন ও সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের কথিত শান্তি সমাবেশে যুবলীগ-ছাত্রলীগ কর্তৃক নিহত শহীদ হাফেজ রেজাউল করিম হত্যার দ্রুত বিচারের দাবি আদায়ের লক্ষ্যে গত ১০ আগস্ট’২৩ বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি নূরল বশর আজিজীর সভাপতিত্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ১৬ আগস্ট’২৩, বুধবার, সংবাদ সম্মেলন ও সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য গত ৮ আগস্ট’২৩, মঙ্গলবার , বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হল সাখীর সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ কামাল উদ্দীনের সঞ্চালনায় ইসলামী ছাত্র সমাজ-এর কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে হাফেজ রেজাউল হত্যার দ্রুত বিচারের দাবি আদায়ে “সর্বদলীয় ছাত্র ঐক্য ” গঠন করা হয়। বৈঠকে “সর্বদলীয় ছাত্র ঐক্য”-এর মুখপাত্র হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, প্রধান সমন্বয়ক হিসেবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ কামাল উদ্দীন ও অর্থ সমন্বয় হিসেবে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি খালিদ মাহমুদ-কে মনোনীত করা হয়।

উক্ত বৈঠকে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জাকির বিল্লাহ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগাঠনিক সম্পাদক মামুনুর রশিদ , বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সদস্য সচিব জামিল সিদ্দিকী, সিনিয়র সদস্য মুফতী সানাউল্লাহ খাঁন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সেক্রেটারী খালিদ মাহমুদ,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল ও দপ্তর সম্পাদক দেলোয়ার হুসাইন খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য মুহাম্মাদ সাকিব সাইফিসহ প্রমুখ।