অতুল সরকার,ক্রাইম রিপোর্টারঃ
ইংরেজি ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে রাজবাড়ী জেলার পাঁচটি থানার পুলিশ অফিসারদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করেন,রাজবাড়ী জেলার পুলিশ সুপার মহোদ্বয়।

২৫/০৩/২০২৪ খ্রিঃ পুলিশ সুপারের কার্যালয়, রাজবাড়ী এর সম্মেলন কক্ষে ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব জি.এম. আবুল কালাম আজাদ, পিপিএম, পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয়।

সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রাজবাড়ী, জনাব ইফতেখারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাজবাড়ী, জনাব সুমন কুমার সাহা, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল), রাজবাড়ী, ডি আইও-১, ডিএসবি, রাজবাড়ী, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ ও রাজবাড়ী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয় ভাল কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশ অফিসারদের মধ্যে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

উক্ত সভায় জনাব জি.এম. আবুল কালাম আজাদ, পিপিএম, পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয় জানুয়ারী-ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ মাসে, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব স্বপন কুমার মজুমদার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কে’ শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হওয়ায়, তাহাকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
জানুয়ারি-ফেব্রুয়ারী ২০২৪ এর শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার, পাংশা মডেল থানার এস আই (নিরস্ত্র)/ তারিকুল ইসলাম, রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার বিবেচিত হওয়ায় পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয় তাকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

অত‍্যাধুনিক প্রযুক্তি ও মেধা খাটিয়ে, পাংশা থানার ০২ টি চাঞ্চল্যকর হত‍্যা মামলার রহস্য উদঘাটন করায়, এসআই (নিরস্ত্র)/ দিপঙ্কর কুন্ডু, পাংশা মডেল থানা, রাজবাড়ীকে পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয় ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

জানুয়ারি-ফেব্রুয়ারি/২৪ মাসে রাজবাড়ী জেলার মধ্যে এসআই ( নিরস্ত্র) মোজাম্মেল হক-২ শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার বিবেচিত হওয়ায় পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয় তাকেও ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।