রিয়াদ মুন্সি,ক্রাইম রিপোর্টারঃ
প্রচন্ড গরমে জনজীবনে একটু স্বস্তি দিতে বাগেরহাটের চিতলমারী বাজারে জনসাধারণের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে SCS-সচেতন ছাত্র সমাজ নামে কয়েকজন বন্ধু মিলে গড়ে তোলা সংগঠন। সংগঠনটি কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে যেমন-অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের বই কিনে দেওয়া,অসহায় অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা,ঈদে গরীব পরিবারে সিমাই-চিনি কিনে দেওয়া,বাচ্ছাদের পোশাক কিনে দেওয়া প্রভৃতি। সংগঠনটি প্রায় ৩০জন বন্ধু মিলে করা যারা স্কুল কলেজের ছাত্র।এর সভাপতি সিয়াম রহমান এবং সাধারণ সম্পাদক মুন্সি ফাহিম ইসরাক।
সাধারণ সম্পাদক জানান করোনার সময় থেকে অসহায় সাধারণ মানুষের পাশে থাকার ইচ্ছা থেকেই কয়েকজন বন্ধু মিলে গড়ে তুলি SCS-সচেতন ছাত্র সমাজ নামের সংগঠনটি।আমরা আমাদের পরিবারের দেওয়া হাত খরচ বাচিয়ে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী কিছু লোকের দেওয়া অর্থ দিয়েই মূলত সংগঠনটি পরিচালনা করছি।আমাদের মূল লক্ষ্য গরীব,অসহায় ব্যক্তিদের পাশে দাড়ানো,আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের লক্ষ্য ঠিক রেখে সামনের দিন গুলো চলতে পারি।